বরিশালে দালালদের খপ্পরে রোগী, আটজনের কারাদণ্ড

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৪০
অ- অ+

গ্রামাঞ্চল থেকে বরিশাল নগরীতে ডাক্তার দেখাতে আসা সহজ-সরল রোগীরা দালালের খপ্পড়ে পড়ে সর্বশান্ত হচ্ছে প্রতিনিয়ত। নির্দিষ্ট ডাক্তার মারা গেছেন বা বিদেশ গেছেন এমন নানা কথা বলে রোগীদের নাম সর্বস্ব ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে তারা। শেষ পর্যন্ত আসল রোগের ডাক্তার দেখাতে না পেরে পরীক্ষার-নিরীক্ষার নামে সর্বস্ব খুইয়ে বিকাশে অর্থ এনেও বাড়ি ফিরতে হয় ভুক্তভোগী রোগীদের।

এমন পরিস্থিতিতে ভুক্তভোগীদের অভিযোগে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ডাক্তারপাড়া হিসেবে পরিচিত সদর রোডের বাটারগলি এলাকায় গোয়েন্দা পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে রোগী ধরার আটজন দালাল আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।

আটকরা হলেন- আলমগীর হোসেন, মাহবুব হাওলাদার, মো. মাসুম, হানিফ হাওলাদার, আনোয়ার হোসেন, শাহীন মৃধা, জামাল হোসেন এবং আনোয়ার হোসেন-২।

অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নিরূপম মজুমদার জানান, অভিযুক্তরা সহজ-সরল রোগীদের বড় ডাক্তার দেখানো ও পরীক্ষা-নিরীক্ষার নামে প্রতারণার ফাঁদে ফেলে তাদের অর্থ হাতিয়ে নেয়। তাদের একটি বড় চক্র রয়েছে। দীর্ঘদিন ধরে তারা রোগীদের সাথে এই প্রতারণা করে আসছিল। অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে আটজন রোগীর দালালকে আটক করেন তারা। তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী হাকিম নিরূপম মজুমদার।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা