গ্রিসে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৭
অ- অ+
শাহীন মিয়া (বায়ে) ও আব্দুল মমিন

গ্রিসের রাজধানী এথেন্সে দুর্বৃত্তদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে আসপোগিরগো এলাকা থেকে তাদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে গ্রিস পুলিশ। নিহতরা সেখানকার একটি কন্টেইনারে কর্মরত ছিলেন।

গ্রিস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন এই তথ্য জানিয়েছেন।

নিহত আব্দুল মমিন নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং অন্যজন একই গ্রামের নূর হোসেনের ছেলে শাহীন মিয়া।

গ্রিস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জানান, দীর্ঘদিন ধরে আসপোগিরগো এলাকায় একটি কন্টেইনারে পাহাড়াদার হিসেবে কর্মরত ছিলেন আব্দুল মমিন। সম্প্রতি মমিনের এখানে এসে কাজে যোগ দেন শাহীনও। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা একজনের মাথায় এবং অন্যজনের গলায় গুলি করে হত্যা করে।

মঙ্গলবার সকালে স্থানীয়রা দুইজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।

ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপি’র পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা