‘শুদ্ধাচার পুরস্কার’ পেলেন এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২০:১৬
অ- অ+

শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু'মেন বলেন, শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০২০ এর জন্য সিনিয়র সচিব ও সচিবদের মধ্য হতে সিনিয়র সচিব হিসেবে আবু হেনা মো. রহমাতুল মুনিমকে নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার তিনি পুরস্কার গ্রহণ করেছেন।

সৈয়দ এ মু'মেন বলেন, পুরস্কার গ্রহণ করে এনবিআর চেয়ারম্যান সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত ২ জুলাই শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০২০ এর জন্য এনবিআর চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ দেয়ার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭’ প্রণয়ন করে। ২০১৭ সালের ৬ এপ্রিল ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭’ সংক্রান্ত গেজেট জারি করা হয়।

শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত গুণাবলি হলো- কর্মচারীর পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন স্থাপন করা, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের সঙ্গে আচরণ, সেবাগ্রহীতার সঙ্গে আচরণ, প্রতিষ্ঠানের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সমন্বয় ও নেতৃত্বদানের ক্ষমতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, পেশাগত স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক নিরাপত্তা সচেতনতা, ছুটি গ্রহণের প্রবণতা, উদ্ভাবনী চর্চার সক্ষমতা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে তৎপরতা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, স্বপ্রণোদিত তথ্য প্রকাশে আগ্রহ, উপস্থাপন দক্ষতা, ই-ফাইল ব্যবহারে আগ্রহ, অভিযোগ প্রতিকারে সহযোগিতা করা।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহারে বিএনপি নেতা হত্যায় উদ্বেগ ও নিন্দা মির্জা ফখরুলের
নির্বাচনে ইসিকে সহায়তায় করবে জাতিসংঘ ও জাপান, চুক্তি স্বাক্ষর
শহীদ আবু সাঈদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪১৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা