‘অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে কাজ করছে সরকার’

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৫| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:০১
অ- অ+

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় দেশের ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে দ্রুত পুষিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করছে সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা উন্নয়নকাজ সামাজিক দূরত্ব মেনে আবার শুরু করেছি।’

শনিবার দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড)৫৩ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

বার্ডের ময়নামতি অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি বলেন, ‌‘করোনার মাত্রা কিছুটা কমে এসেছে। পৃথিবীর মতো আমাদের দেশেও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সে ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিত ভাবে কাজ করছে সরকার। আশা করছি, উন্নয়নকাজের স্বাভাবিকতা ফিরে আসবে।’

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন- কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার, সিরডাপের মহাপরিচালক চার্ডস্যাক ভিরাপাত।

আরও বক্তব্য দেন- বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মাসুদুল হক চৌধুরী, পরিচালক প্রশাসন শফিকুর রহমান। এছাড়া স্বাগত বক্তব্য দেন বার্ডের পরিচালক আবদুল কাদের প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা