সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩১| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৪:১২
অ- অ+

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৪৬) নামে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার বাঁশবাড়িয়াস্থ ইউনিটেক্সের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নোমান নামে এক কনস্টেবলও আহত হন। নিহত এসআই মাহবুব কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার ডুবুরিয়া গ্রামের মৃত তফাজ্জল রহমানের ছেলে।

বাড়বকুণ্ড বাজারে সবজি নামানোর সময় একটি দাঁড়ানো ট্রাককে আরেকটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান ওই কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে বাঁশবাড়িয়া এলাকার ইউনিটেক্স মিলের সামনে থামায়। এ সময় চট্টগ্রামমুখী আরেকটি ট্রাক কাভার্ডভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের সামনে দাঁড়িয়ে থাকা এসআই মাহবুব গুরুতর আহত হয়।

ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজান বলেন, দুর্ঘটনাকবলিত একটি গাড়িকে সিগনাল দিতে গিয়ে আরেকটি ট্রাক ধাক্কা দিলে এসআই মাহবুব আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বিএনপির বহিষ্কার ৫ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা