বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জাপুর পৌর মেয়র সালমা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩১ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৮

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সালমা আক্তার শিমুলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিনী।

মঙ্গলবার সকাল ১০টায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান সালমা আক্তার শিমুলকে মেয়র ঘোষণা করেন।

জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর ৮ সেপ্টেম্বর স্থানীয় আওয়ামী লীগ দলের সাতজন সম্ভাব্য প্রার্থী নিয়ে জরুরি সভা করে। সভায় সর্বসম্মতিক্রমে প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিনী সালমা আক্তার শিমুলকে দলের একক প্রার্থী হিসেবে মনোনীত করে কেন্দ্রে সুপারিশ পাঠায়। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে শিমুল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় পর্যন্ত শিমুল ছাড়া আওয়ামী লীগ বা অন্য কোন দলের কেউ মনোনয়নপত্র জমা দেননি।

একক প্রার্থী হিসেবে ১৪ সেপ্টেম্বর শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়।

২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মঙ্গলবার সকাল ১০টায় রিটার্নিং অফিসার এএইচএম কামরুল হাসান শিমুলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জাপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

উল্লেখ, গত ১১ ফেব্রুয়ারি মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে ১ মার্চ মেয়র পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ।

এদিকে সালমা আক্তার শিমুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জাপুর পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহীদ ইকবাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

শ্রীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেল ৪ শিশু

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জব্বারের বলিখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন বাঘা শরীফ

এই বিভাগের সব খবর

শিরোনাম :