বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাগর বাঁচতে চায়

শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৬| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১২:১৪
অ- অ+

নূর মোহাম্মদ সাগর, সিলেটের লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী ক্যানসারে আক্রান্ত হয়ে লড়ছেন জীবনের সঙ্গে। বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে পরিবারের হাল ধরবে। কিন্তু এখন নিজেকে বাঁচানোটাই বড় চ্যালেঞ্জ সাগরের কাছে।

২০১৮ সালে দেশের বাইরের একটি হাসপাতালে তার প্রথম চিকিৎসা হয়। সেখানে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্বিতীয়বারের চিকিৎসায় আবারও ব্রেইন টিউমার ধরা পড়ে, যা এখন মরণব্যাধি ক্যানসারে রূপ নিয়েছে।

বর্তমানে সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অতিসত্বর তার উন্নত চিকিৎসার প্রয়োজন। চিকিৎসা বাবদ আট-দশ লাখ টাকা প্রয়োজন। বর্তমানে এ পরিস্থিতিতে এত টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব।

তাই সাগরকে বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার সহপাঠীরা। ময়মনসিংহ জেলার বাসিন্দা নূর মোহাম্মদ সাগর ময়মনসিংহ জিলা স্কুলের '২০১৩ ব্যাচ' এর দিবা শাখার শিক্ষার্থী ছিলেন।

সাহায্য পাঠানোর জন্য:

বিকাশ: 01711233901 ও 01954773712।

মো. হুমায়ুন কবির, সঞ্চয়ী হিসাব নম্বর: 11101111715, উত্তরা ব্যাংক, ছোট বাজার, ময়মনসিংহ শাখা।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা