অবসর নিচ্ছেন উমর গুল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৭
অ- অ+

সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছেন পাকিস্তান ক্রিকেট দলের পেসার উমর গুল। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার শেষবারের মতো পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশ নেনেন। আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে ১৮ অক্টোবর শেষ হবে এই টুর্নামেন্ট।

উমর গুল বেলুচিস্তান দলের সদস্য। মুলতান ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলো। পাকিস্তানি সংবাদমাধ্যম জিওসুপার ডট টিভির এক প্রতিবেদনে উমর গুলের অবসর নেয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

উমর গুল পাকিস্তানের হয়ে ৪৭টি টেস্ট, ৬০টি টি-টোয়েন্টি ও ১৩০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ওই দলের সদস্য ছিলেন গুল।

তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলেছেন। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ২০০৮ সালে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন।

খেলোয়াড়ি জীবন শেষ করে উমর গুল কোচিংয়ে মনোনিবেশ করার চিন্তা করছেন। সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে উমর গুল সেই ইঙ্গিত দিয়েছিলেন।

উমর গুল বলেছিলেন, ‘আমি ইতোমধ্যে কোচিং কোর্সের লেভেল ওয়ান ও লেভেল টু শেষ করেছি। নিকট ভবিষ্যতে লেভেল থ্রি সম্পন্ন করার ইচ্ছা আছে।’

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা