বন্ধন বিশ্বাসের ‘জাল’ ওয়েবে নিরব-মানতাশা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:০১
অ- অ+

দীর্ঘ বিরতি শেষে একে একে শুটিংয়ে ফিরছেন তারকা শিল্পীরা। করোনা সংক্রমণ রোধে অন্য সবার মতো শুটিং থেকে দূরে ছিলেন নিরব।

স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু হওয়ার পর নিরব দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। সম্প্রতি কক্সবাজারে অংশ নেন বন্ধন বিশ্বাস পরিচালিত ‘জাল’ ওয়েব সিরিজে। নিরবের সহশিল্পী লাক্স সুন্দরী মিম মানতাশা।

গেল ১৭ সেপ্টেম্বর বান্ধরবানের নাইক্ষ্যংছড়িতে এরপর কক্সবাজারের দারুণ সব লোকেশনে দৃশ্য ধারণ হয় জালের। এতে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, সঞ্চিতা দত্ত, সামান্তা শিমু, রোহান, জাহিদ আলম, হাবিব, আফসান, সালমান, এন আর সি বাবু।

‘জাল’-এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো ওয়েব সিরিজে অভিনয় করলেন নিরব। নিরব বলেন, ‘প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলাম। সাধারণ ওয়েব সিরিজ বলতে যে আঠারো প্লাস গল্পের একটা ধারণা আমাদের মধ্যে জন্মেছে। এটা তেমন গল্পের না। এটা থ্রিলার গল্প। প্রতিটি সিক্যুয়েন্সই দর্শকদের কাছে উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।’

চিত্রনায়ক নিরবের এটা প্রথম ওয়েব সিরিজ হলেও মিম মানতাশার কিন্তু প্রথম নয়। এর আগে নির্মাতা অনিমেষ আইচের ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করেছিলেন তিনি।

মিম বলেন, ‘সাধারণ কাজের ক্ষেত্রে গল্প বাঁচাইয়ের প্রতি বেশি মনোযোগ থাকে আমার। তাই এতদিন পর দ্বিতীয় ওয়েব সিরিজে কাজ করলাম। কারণ জালের গল্প আমাকে টেনেছে। আশা করছি গল্পটি দর্শকদেরও টানবে।’

নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, ‘চমৎকার একটি গল্পের ওয়েব সিরিজ ‘জাল’। শুটিংও করেছি দারুণ সব লোকেশনে। শিগগিরই কোনো একটি অনলাইন প্লাটফর্মে প্রকাশিত হবে সিরিজটি।’

ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহারে বিএনপি নেতা হত্যায় উদ্বেগ ও নিন্দা মির্জা ফখরুলের
নির্বাচনে ইসিকে সহায়তায় করবে জাতিসংঘ ও জাপান, চুক্তি স্বাক্ষর
শহীদ আবু সাঈদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪১৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা