নোয়াখালীতে কলেজছাত্রীর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:২২| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৯
অ- অ+

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন থেকে নুসরাত জাহান মিম (২০) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে হীরাপুর গ্রামের বেপারী বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নুসরাত জাহান মিম ওই বাড়ির প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে। নুসরাত সেনবাগ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।

এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যায় তার ছোট ভাইয়ের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয় মিমের। এ ঘটনায় রাতে তার মা তাদের দুজনকে বকাবকি করে। রাতের খাওয়ার পর সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। সকাল ৯টার দিকে মিমের ঘর থেকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে ঝুলন্ত অবস্থায় মিমের লাশ দেখতে পায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভাইয়ের সঙ্গে ঝগড়া, পড়া লেখায় ভালো না থাকায় মায়ের বকাবকি ও মানসিক হতাশা থেকে ওই ছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার সুইসাইড নোটে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে SheSTEM ও ওয়ালটনের নতুন চুক্তি
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা