পাবনায় তাঁতশ্রমিককে হত্যা

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:২২
অ- অ+

পাবনার সাঁথিয়ায় নিজ ঘরে ঢুকে তাঁত শ্রমিক রবিউল ইসলামকে (২২) ধারালো অস্ত্র দিয়ে গলা ও দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত রবিউল ইসলাম উপজেলার তেঁতুলিয়া কারিগর পাড়াগ্রামের আব্দুল গফুরের ছেলে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৯টার দিকে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৭/৮ দিন আগে রবিউলকে কে বা কারা বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। আহত রবিউল সাঁথিয়া হাসপাতালে চিকিৎসা নেয়। পরে অসুস্থ অবস্থায় বাড়িতেই চিকিৎসা নিতে থাকে। শুক্রবার রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে গলা ও দু-পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করে চলে যায়। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সাঁথিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঠিক কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
ভারতের পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সোচ্চার ও সতর্ক থাকতে হবে: মঞ্জু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ৭ দিনব্যাপী সেবামূলক কর্মসূচি
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা