গ্রাহকের অর্থ আত্মসাৎ: ব্যাংক এশিয়ার কর্মকর্তার কারাদণ্ড

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:১২
অ- অ+

গ্রাহকের হিসাব থেকে ৫ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্যাংক এশিয়ার প্রধান কার্যালয়ের জুনিয়র অফিসার (বরখাস্ত) মোশারফ হোসেনসহ ২ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

রবিবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতদের মধ্যে মোশারফ হোসেনের ৩ বছরের এবং তার সহযোগী মেসার্স জেডএইচ চৌধুরী টেডার্সর মালিক জাকির হোসেন চৌধুরীর ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া উভয় আসামির ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ের আরও ১ মাস কারাদণ্ড দেন বিচারক। উভয় আসামিই পলাতক রয়েছেন।

২০১৭ সালের ১৬ মার্চ ব্যাংক এশিয়ার প্রধান কার্যালয়ের ম্যানেজার অপারেশন মোর্শেদ আলম মতিঝিল থানায় দায়ের করা এ মামলায় অভিযোগে বলেন, আসামি মোশারফ হোসেন জুনিয়র অফিসার হিসাবে কর্মরত থাকাবস্থায় ২০১৫ সালের ১৬ জুন ব্যাংক এশিয়ার থাকা মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের নামীয় হিসাব থেকে ৫ লাখ টাকা জাকির হোভপসন চৌধুরীর মালিকানাধীন মেসার্স জেডএইচ চৌধুরী টেডার্সের নামীয় হিসাবে হস্তান্তর করেন এবং একইদিন ওই হিসাব থেকে ২ লাখ টাকা এবং পরদিন ৩ লাখ টাকা উত্তোলন করে নিয়ে পরষ্পর যোগসাজসে আত্মসাৎ করেন।

মামলাটি তদন্তের পর দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মাদ নেয়ামুল আহসান গাজী ২০১৮ সালের ৩০ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা