রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক খুন

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০১:২১
অ- অ+

রাজশাহী মহানগরীতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড়ে এই ঘটনা ঘটে। ভেড়িপাড়া মোড়েই পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আদর। তার বয়স আনুমানিক ৩৮ বছর। বাবার নাম আবদুল গফুর। ভেড়িপাড়া এলাকাতেই তার বাড়ি। গুরুতর আহত অবস্থায় আদরকে যারা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তারা পুলিশকে এই তথ্য দিয়েছেন।

পুলিশ বক্স আরও জানায়, রাত ১২টা ৫ মিনিটে ছুরিকাহত আদরকে স্থানীয়রা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তখনও আদর জীবিত ছিলেন। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিকভাবে ওয়ার্ডে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, কে বা কারা আদরকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখেছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়েই তারা ঘটনাস্থলে গিয়েছেন। কারা এ খুনের সঙ্গে জড়িত তা তারা জানার চেষ্টা করছেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস, কমেছে যাত্রী হয়রানিও
ভেষজ বিলাতি গাব খেলে দূর হবে ক্যানসার, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের গভীর উদ্বেগ
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা