ওল্ডহ্যামের কমিউনিটি ব্যক্তিত্ব ময়না মিয়া আর নেই

লন্ডন প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২০, ২১:০৫
অ- অ+

প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ময়না মিয়া আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। শনিবার অক্টোবর স্থানীয় সময় ভোর ৫টায় বার্ধক্যজনিত কারণে তিনি তার ওল্ডহ্যামের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, চার কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর ওল্ডহ্যামের মদিনা মস্ক অ্যান্ড ইসলামী সেন্টারে জানাজা শেষে তাকে গ্রেটার মানচেষ্টারের চ্যাডারটন সিমিট্রিতে সমাহিত করা হয়।

মরহুমের দেশের বাড়ি বৃহত্তর সিলেটের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চার নম্বার দীগলবাক ইউনিয়নের কারখানা গ্রামে। তিনি জীবদ্দশায় একাধিক সামাজিক সাংস্কৃতিক ও জনহিতকর কাজের সাথে জড়িত ছিলেন। এলাকার শিক্ষার উন্নয়নসহ আর্থমানবতার সেবায় নীরবে নিভৃতে কাজ করে গেছেন। এলাকার এই প্রবীন মুরব্বির মৃত্যুতে বৃটেনে বসবাসরত নবীগঞ্জবাসীর পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি একাউনটেন্ট মাহমুদ এ. রউফ, হবিগঞ্জ অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী, সেক্রেটারি সাংবাদিক গোলাম কিবরিয়া, ইনাতগঞ্জ দীগলবাগ গণদাবি পরিষদের প্রেসিডেন্ট সাবেক ছাত্র নেতা দেলওয়ার হোসেন দিপু, যুক্তরাজ্যস্থ দীগলবাক ইউনিয়ন ডেভল্যাপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম, সেক্রেটারি শেখ শামীম আহমদ, সাবেক সভাপতি ফজলুর রহমান, নবীগঞ্জ উন্নয়ন সংস্থার পক্ষে আহবায়ক শামীম চৌধুরী, ব্যরিস্টার মাহমুদুল হক, কমিউনিটি নেতা মাহতাব মিয়া প্রমুখ। শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরহুমের প্রথম পুত্র রাজনীতিবিদ ওল্ডহ্যামের কমিউনিটি নেতা অধ্যাপক আব্দুল হান্নান তার পিতার মাগফেরাতের জন্যে পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া চেয়েছেন।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলের কেউ অপরাধ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩, বিপুল সৌদি রিয়াল ও মোটসাইকেল জব্দ
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা