সিংড়ায় বন্যার্তদের পাশে পৌর মেয়র

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২০, ২০:৫২

নাটোরের সিংড়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ঘর-বাড়ি হারিয়ে কারো ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে আবার কারো নদীর বাঁধে খোলা আকাশের নিচে। আত্রাই নদীর পানির তোড়ে ভেসে গেছে চলনবিলের কৃষকের স্বপ্নের সোনার ফসল ও পুকুরের মাছ। বন্যায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সবকিছু হারিয়ে মানুষ এখন সর্বশান্ত।

সেই অসহায় মানুষের খোঁজে রাত-দিন ছুটছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। বানভাসী অসহায় মানুষের হাতে ধরিয়ে দিচ্ছেন খাদ্য সামগ্রী। অনেককে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন। দিচ্ছেন শান্তনা বাণী ও পুনর্বাসনের আশ^াস।

সোমবার সন্ধ্যায় শোলাকুড়া ভাঙনে সরজমিনে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে।

পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিংড়া পৌরসভা। এখন পর্যন্ত শোলাকুড়ায় নদী ভাঙনে ঘর-বাড়ি হারিয়ে অর্ধশত পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন। বন্যার পানি কমতে শুরু করলে স্্েরাতের গতি বৃদ্ধি পাওয়ায় অনেক পরিবার রয়েছেন ভাঙন ঝুঁকিতে। তাই আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে খাদ্যসামগ্রী নিয়ে ছুটছেন ও জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :