যশোরে বাসে নারী ধর্ষণের অভিযোগ, সাতজন গ্রেপ্তার

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২০, ১৮:১১
অ- অ+

যশোরে বাসের মধ্যে এক নারীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত সাতজন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। শনিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তাদের সোপর্দ করা হয়। ওই নারীর ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে৷ রিপোর্ট এলে জানা যাবে তিনি ধর্ষিত হয়েছেন কি না৷

মামলার প্রধান আসামি মনিরুল ইসলাম (২৮) ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাশিমপুর গ্রামের ওহিদুলের ছেলে ও এমকে পরিবহনের হেলপার।

বর্তমানে মনিরুল যশোর সদর উপজেলার রামনগর ধোপাপাড়ায় কাঠমিস্ত্রি শহিদুলের বাড়ির ভাড়াটিয়া। অভিযুক্ত মনিরুল এক মেয়ের বাবা।

বাকি ছয় আসামি হলেন, শহরের সিটি কলেজপাড়ার কৃষ্ণ, একই এলাকার সুবাস সিংহ, বারান্দিপাড়ার রকিবুল ইসলাম রকিব, বেজপাড়ার মইনুল ইসলাম মইন ও পূর্ববারান্দি মোল্লাপাড়ার শাহিন আহমেদ জনি।

মামলার তদন্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি মনিরুলসহ সাত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান অভিযুক্ত মনিরুল ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

শুক্রবার রাতে কোতয়ালি থানায় সাতজনের নামে মামলা করেছেন ধর্ষণের শিকার হওয়া নারী। গত ৮ অক্টোবর গভীর রাতে যশোর শহরের মুড়লী বকচর কোল্ড স্টোরের কাছে দাঁড়িয়ে থাকা এমকে পরিবহনের একটি বাসে ধর্ষণের ঘটনা ঘটে। ওই নারীর বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়। রাজশাহীর একটি ক্লিনিকে আয়ার চাকরি করেন তিনি।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা