প্রতারক চক্র থেকে সাবধান: স্বাস্থ্য মন্ত্রণালয়

নিয়োগ, বদলি বা কাজের তদবিরের কথা বলে একটি প্রতারক চক্র বিকাশের মাধ্যমে টাকা চাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেছে মন্ত্রণালয়।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম করে দেশের স্বাস্থ্যসেবা শাখার বিভিন্ন অফিসে বিকাশে টাকা চাওয়া, নিয়োগ, বদলি বা কাজের তদবির করা হচ্ছে।
এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের ব্যাপারে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
(ঢাকাটাইমস/১৩অক্টোবর/জেবি)

মন্তব্য করুন