তাহিরপুরে কিশোরী ধর্ষণের ঘটনা চাপা দেয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২০, ২২:১৮
অ- অ+

একের পর এক ধর্ষণের ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে এবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চার সন্তানের জনক কর্তৃক দিনমজুর পরিবারের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোতালিব উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী কিশোরী একই ইউনিয়নের মাহারাম আর্দশ গ্রামের এক দিনমজুরের মেয়ে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার জানায়, মেয়েটি তার নিজ বসতঘরে এক বছর আগে একটি ছোট মুদির দোকান দেয়। এর সুবাদে মাহারাম চকবাজারের মোতালিবের দোকান থেকে পাইকারি মুদি মাল কিনে আনত। এই সুবাদে কিশোরীর বাড়িতেও আসা যাওয়া করতেন মোতালিব। পরে কিছুদিন যেতে না যেতেই মোতালিবের চোখ পরে ওই কিশোরীর উপর।

গত ৫/৬ মাস যাবৎ ওই কিশোরীকে ফোন করে তাকে বিয়ে করবে এবং ৪০ হাজার টাকা দেবে, এমন বিভিন্ন লোভ দেখিয়ে কুপ্রস্তাব দেয়। এতে ওই কিশোরীর রাজি না হয়ে মোতালিবকে তার বাড়িতে আসতে নিষেধ করে। এতে মোতালিব ক্ষিপ্ত হয়ে দেখে নেয়ার হুমকি দেয়। এরই জের ধরে সোমবার রাত আড়াইটার দিকে বাড়িতে গিয়ে ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে মোতালিব। ঘরেই মুখ বেঁধে কিশোরীকে ধর্ষণ করে। পরে ধর্ষিতা কিশোরীর আর্তচিৎকারে পার্শ্ববর্তী ঘরের লোকজন এলে মোতালিব দৌড়ে পালিয়ে যায়।

কিশোরী বলেন, সকাল থেকেই আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এলাকাবাসী জানায়, ১০/১২ বছর আগে মোতালিবের প্রথম স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এখন চার সন্তানের বাবা। গত রাত ২টার দিকে মেয়েটির ঘরে চেচামেচি শোনা গেছে।

ধর্ষিতার পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ধর্ষকের পরিবার স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় এ ঘটনাটি ধামাচাপা দিতে এবং আইনি সহায়তা না নিতে সকাল থেকেই কিশোরীকে ঘরে অবরুদ্ধ করে রেখেছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত মোতালিব পলাতক রয়েছে।

উত্তর বড়দল ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাসেম বলেন, বিষয়টি আমাকে গ্রামের অনেকেই ফোনে জানিয়েছেন। ঘটনাটি সত্য।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, বিষয়টি আমি জানি না এবং কেউ এ বিষয়ে কোনো অভিযোগও করেনি। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
পরকীয়া প্রেমিকা নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন ইমন, ঠেকাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফেক কল দেন মা: র‍্যাব ডিজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা