‘ইউটিউব চ্যানেল আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০, ২০:০০
অ- অ+
ছবি: সংগৃহীত

ইউটিউব চ্যানেল ও আইপি টিভিগুলো সংবাদ পরিবেশন করতে পারবে না জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বলেন, ‘আইপি টিভির ক্ষেত্রে শুধু বিনোদন কনটেন্ট প্রচারের অনুমতি দেওয়া হবে, সংবাদ নয়।’

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে সাংবাদিকদের একথা বলেন তথ্যমন্ত্রী। তথ্য মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠকের এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘অনেক ইউটিউব চ্যানেল ও আইপি টিভি রয়েছে যেগুলো বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি খবরও প্রচার করে থাকে। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সেগুলো আর খবর প্রচার করতে পারবে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘অনেক ইউটিউব চ্যানেল বা আইপি টিভি আছে, সেগুলোকে নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করেছি। তদন্তের কাজ চলছে। তদন্ত শেষে আমরা নিবন্ধনের কাজ শুরু করব।’

তথ্যমন্ত্রী জানান, অনলাইন নিউজ পোর্টালগুলোর মধ্যে অনেকগুলোর নিবন্ধন দেওয়া হয়েছে। বাকিগুলো সহসা দেওয়া হবে। তবে যেহেতু কয়েক হাজার অনলাইন ফলে নিবন্ধন প্রক্রিয়ায় কয়েক মাস লেগে যেতে পারে। তবে চলতি বছরের মধ্যে নিবন্ধন শেষ করতে পারবেন বলে আশাবাদী তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘তদন্ত সংস্থা তদন্ত রিপোর্ট দেওয়ার পরই আমরা নিবন্ধন দিতে পারছি। তার আগে দিতে পারছি না। সে কারণে আমাদের একটু সময় লাগছে।’

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এনআই/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা