বরিশালে মাদক বিক্রির দায়ে একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০, ২০:২৯
অ- অ+

বরিশালে মাদক বিক্রির দায়ে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বরিশালের জ্যেষ্ঠ দায়রা জজ রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডিত সামাদ আকন মুন্না গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

বেঞ্চ সহকারী হেদায়েতুন নবী জাকির জানান, ২০১৮ সালের ২৭ অক্টোবর র‌্যাবের একটি দল উপজেলার বাটাজোর বাজারের দক্ষিণ প্রান্তের সেতুর উপর থেকে ৩৯৭টি ইয়াবাসহ মুন্নাকে আটক করে। এ ঘটনায় ওই দিন গৌরনদী মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করে র‌্যাব-৮ এর ডিএডি মামুনুর রশিদ।

একই বছরের ১৬ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এসআই তাজেল ইসলাম একমাত্র মুন্নাকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট জমা দেন। আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় দিয়েছেন।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা