ভালুকায় কোটি টাকার বনভূমি দখল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৫:৩০
অ- অ+

ময়মনসিংহের ভালুকায় কোটি টাকা মূল্যের বনভূমি জবরদখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হবিরবাড়ি মৌজার ১৮৫ নম্বর দাগে মাহাবুব আলম নামে এক ব্যক্তি ১০ শতক ভূমি দখল করে পাঁচতলা ভবন নির্মাণ করছেন।

এছাড়াও জামিরদিয়া মৌজার ৪০৪ নম্বর দাগে বেশ কয়েকটি বহুতল ভবন নির্মাণ করতে দেখা গেছে। বনের জমিতে কিভাবে বহুতল ভবন নির্মাণ করছেন বাড়ির মালিকদের এমন প্রশ্ন করা হলে তারা বলেন, স্থানীয় বন বিভাগকে ম্যানেজ করেই বাড়ি করছি।

এ ব্যাপারে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এক বছর আগে ঘর নির্মাণ করেছিল। আমরা তার বিরুদ্ধে মামলা করেছি। এখন ঘর করছে কি না জানা নেই। তবে খোঁজ নিচ্ছি, যদি ঘর করে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব।

এলাকাবাসীর অভিযোগ, রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন এই রেঞ্জে দায়িত্বে আসার পর থেকে হবিরবাড়িতে বনভূমি দখলের মহোৎসব চলছে। তাই প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা