মোশাররফ করিমের ‘মায়ার জালে’তে পায়েল

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৮:৫৯
অ- অ+

সহজ সরল একজন মানুষ জামিল। গ্রামে ছোটখাটো একটা ব্যবসা আছে। আয় রোজগার ভালোই। মাকে নিয়েই জামিলের সংসার। মা চাইলেও জামিল বিয়ে করতে রাজি হয় না। একটা সময় মায়ের অসুবিধার কথা চিন্তা করে জামিল রাজী হয় বিয়েতে।

পাশের গ্রামের মোফাজ্জল সাহেবের মেয়ে মায়ার সাথে বিয়ে ঠিক হয় জামিলের। বেশ সুখেই চলছে জামিল এবং মায়ার নতুন সংসার। একটা সময় মায়ার এইচএসসি পরীক্ষার রেজাল্ট হয়। জানা যায় মায়া এ প্লাস পেয়েছে। পরিবারের সবাই অনেক খুশি।

জামিল চেয়েছে মায়া গ্রামের আল হেরা কলেজে ভর্তি হোক। কিন্তু মায়ার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। অন্যদিকে জামিলের মা চায় না মায়া আর পড়াশোনা করুক। মায়া মন খারাপ করে। জামিল মায়াকে আশ্বস্ত করে। মায়া প্রিপারেশন নিয়ে এক সময় চান্স পায় ঢাকা বিশ্ববিদ্যালয়।

একসাথে পড়াশোনা করতে করতে মায়ার বন্ধুত্ব হয় নাঈমের সাথে। সেই বন্ধুত্ব মায়ার অজান্তেই পরিণত হয় ভালোবাসার সম্পর্কে। এমনই গল্পে ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজনায় সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘মায়ার জালে’। স্নেহাশিস ঘোষের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শাব্দিক শাহীন।

নাটকটিতে জামিলের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার মায়ের চরিত্রে রয়েছেন শর্মিলী আহমেদ। আর মায়ার চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। বিভিন্ন চরিত্রে আরও আছেন সুজন হাবিব, এ.কে.আজাদ সেতু, আনোয়ার হোসেন, রেজা শাহীনসহ অনেকে।

‘মায়ার জালে’ কেয়া পায়েল বলেন, ‘নাটকের গল্পটি এক কথায় অসাধারণ। মোশাররফ করিম ভাইয়ের সাথে এর আগেও কাজ করেছি। তিনি অনেক হেল্পফুল। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে।’ নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

ঢাকাটাইমস/২২অক্টোবর/এলএম/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা