রফিক-উল হকের প্রথম জানাজা আদ-দ্বীন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ০৯:৫৬| আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১১:১০
অ- অ+

সদ্য প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম জানাজা রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সেখানেই আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে মারা যান তিনি।

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের মহাসচিব ডা. নাহিদ ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন। মরহুমের পরিবারের সঙ্গে কথা বলে জানাজার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এছাড়া তিনি রফিক-উল হকের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছেন।

নাহিদ ইয়াসমিন বলেন, ‘আমরা স্যারের পরিবারের সঙ্গে কথা বলছি। আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা হবে। এরপর লাশ তার বাসায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বাদ জোহর তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে লাশ নিয়ে যাওয়া হবে।’ তবে কখন প্রথম জানাজা হবে সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া কখন ও কোথায় রফিক-উল হককে দাফন করা হবে সে বিষয়ে মরহুমের পরিবারের সঙ্গে কথা হয়নি বলে জানান নাহিদ ইয়াসমিন। বলেন, ‘দাফন কোথায় হবে এটা তার পরিবার সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আমরা কিছু জানি না।’

এর আগে সকাল সাড়ে আটটার দিকে ৮৬ বছর বয়সে আদ-দ্বীন হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবরেণ্য এই আইনজীবী।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা