কুড়িগ্রামে পুলিশের ‘নো মাস্ক, নো সার্ভিস’

কুড়িগ্রাম প্রতিনিধি
ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০, ১১:৫৪
অ- অ+

মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশের সব অফিস ও থানায় এটি অনুসরণের কথা বলা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, সরকারি নির্দেশনা মোতাবেক ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন করা হবে।পুলিশি সেবা পেতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে। যারা মাস্ক না পরে থানায় আসবে, তারা পুলিশের সেবা পাবে না।

পুলিশ সুপার আরও বলেন, ইতোমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ব্যবহার নিশ্চিতসহ বিভিন্নভাবে সবাইকে সচেতন করা হয়েছে।থানায় সেবা নিতে মাস্ক পরে আসার জন্য অনুরোধ জানান তিনি। ক্ষেত্র বিশেষে থানা থেকে মাস্ক সরবরাহ করা হবে বলেও জানান এসপি।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সংঘর্ষে দুজন নিহত
গোপালগঞ্জে কারফিউ জারি, চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত
কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা