মেয়র আতিক করোনামুক্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২০, ১৪:৩৭| আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৫:০৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম করোনাভাইরাস মুক্ত হয়েছেন। করোনামুক্ত হয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেছেন।
মঙ্গলবার দুপুরে মেয়রের এপিএস-১ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১২ অক্টোবর করোনাভাইরাস শনাক্ত হয় উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম এবং তার স্ত্রীর। ১২ অক্টোবর পর্যন্ত তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। শারীরিক অবস্থা কিছুটা খারাপ হওয়ায় স্ত্রীসহ তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকাটাইমস/২৭অক্টোবর/কারই/এমআর

মন্তব্য করুন