এসিল্যান্ডের বিরুদ্ধে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২০, ১৫:১১| আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৬:০৩
অ- অ+

খাল উদ্ধার করতে গিয়ে অন্যের বাড়িতে খাল খনন করার ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কার বিরুদ্ধে।

তার নির্দেশে গত ৩০ সেপ্টেম্বর কোনো নোটিশ ছাড়া ওই বাড়িতে লাগানো প্রায় শতাধিক ফলদ ও বনজ গাছ কেটে ফেলা হয় বলে অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন ওই বাড়ির মালিক সরাইলের বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমেদ মৃধা দুলাল। গত ১৩ অক্টোবর হাইকোর্টে রিট করেন তিনি।

এর আগে ১১ অক্টোবর সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, সরাইলের সহকারী কমিশনার (ভূমি) ও ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

রিট পিটিশন ও লিগ্যাল নোটিশে ঘটনার বর্ণনায় বলা হয়, কোনো নোটিশ ছাড়াই এসিল্যান্ড ফারজানা প্রিয়াঙ্কা পুলিশ ফোর্সসহ অনেক শ্রমিক নিয়ে দুলালের বাড়িতে এসে বেকু দিয়ে মাটি খনন এবং করাত দিয়ে গাছগাছালি কাটতে শুরু করেন। এর কারণ জানতে চাইলে সহকারী কমিশনার দুলালকে গ্রেপ্তার এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার হুমকি দেন।

বিকাল ৩টা পর্যন্ত ওই অভিযানে ব্যবসায়ীর নিজের জায়গায় লাগানো ৯০ থেকে একশটি গাছ কাটা হয়। পরে সেগুলো ট্রাক ও ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হয়। এতে ১৫ থেকে ২০ লাখ টাকার এবং মানসিক ও আর্থিকভাবে আরও ৩০ লাখ টাকার ক্ষতি করা হয় বলে মামলার আবেদনে উল্লেখ করেন ব্যবসায়ী দুলাল।

এছাড়া অভিযানে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগও ক্ষতিগ্রস্তু করা হয়। অভিযানে যে জায়গাটি খনন করা হয়, সেটি সরাইল-কালিকচ্ছ-নাসিরনগর রাস্তার পূর্ব পাশে অবস্থিত। সিএনবি রোড এবং ভূমির রেকর্ডপত্রে সেটি নয়নজুড়ি শ্রেণির বলে উল্লেখ রয়েছে।

মামলার আবেদনে এমন ঘটনার কারণ বর্ণনায় বলা হয়, আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ী দুলাল ও তার স্ত্রী (অবসরপ্রাপ্ত) মেজর রোজিনা ভূইঁয়ার অনুকূলে একটি বিএস রেকর্ড অনুযায়ী দাগ নম্বর সংশোধন করার কাজে সহকারী কমিশনার (ভূমি) কালক্ষেপণ করেন। এর আগে কাজটি করার বিনিময়ে অবৈধভাবে নিজের চাহিদার কথা জানান। সেটি পূরণ না করায় সহকারী কমিশনার তার ওপর ক্ষিপ্ত হন এবং পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দেন।

তবে এ বিষয়ে এসিল্যান্ড ফারজানা প্রিয়াঙ্কা জানান, মামলার বিষয়ে তিনি কোনো কিছু জানেন না।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
পরকীয়া প্রেমিকা নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন ইমন, ঠেকাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফেক কল দেন মা: র‍্যাব ডিজি
ফেনীতে রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা