ফরিদপুর পৌর নির্বাচনে বিএনপির প্রার্থীর ছড়াছড়ি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২০, ২১:১৮

আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও স্বতন্ত্রসহ মোট আটজন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপিরই চারজন। দলীয়ভাবে বিএনপির একজন মনোনয়ন পেয়েছেন।

রবিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ মোট ছয়জন মনোনয়নপত্র জমা দেন। এর আগের দিন শনিবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইজন জমা দেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোস রবিবার দুপুর আড়াইটার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এর আগে গত শনিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ফরিদপুর পৌরসভার বর্তমান মেয়র ও শহর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মাহাতাব আলী। তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

তবে নিজেকে ‘বিদ্রোহী’ প্রার্থী বলে মনে করেন না শেখ মাহাতাব আলী। তিনি বলেন , ‘আমি স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র হচ্ছে সর্বদলীয় প্রার্থী। অর্থাৎ দল নিরপেক্ষ প্রার্থী।’

অন্যদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হাফেজ আব্দুস সালাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শহরের হাড়োকান্দি হাবেলি রাজাপুর এলাকার বাসিন্দা খন্দকার তৌফিক এনায়েত।

রবিবার বিকালে বিএনপি মনোনীত প্রার্থী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

নায়াব ইউসুফ মনোনয়নপত্র জমা দিয়ে যাওয়ার পর পরই একে একে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি এএফএম কাইয়ুম জঙ্গী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া ও মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ।

নিজেকে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মানতে নারাজ মহানগর বিএনপির সভাপতি বেনজীর আহমেদ। এর আগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বেনজীর। তিনি বলেন, ‘আমি বিদ্রোহী নই, বলা যায় এক্সট্রা প্লেয়ার কিংবা ডামি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাচাইকালে কোনো সমস্যা হলে আমি ঢাল হিসেবে কাজ করবো।

প্রায় অভিন্ন মতামত ব্যক্ত করে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া বলেন, বর্তমান আওয়ামী সরকার দুঃশাসনের অংশ হিসেবে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র কোনো কৌশলে বাদ দেয়া হলে আমাদের প্রার্থীতা তখন কাজে দেবে। আমরা তিনজন বিদ্রোহী প্রার্থী নই, এটি আমাদের নির্বাচনী রণ কৌশল মাত্র।

ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা শাহেদুনবী জানান, বর্ধিত ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট ২০৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া নয়টি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৫২ জন।

এদিকে মধুখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে মোট তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি বর্তমান মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, বিএনপি মনোনীত প্রার্থী মধুখালী পৌর বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ ও স্বতন্ত্র প্রার্থী মির্জা মিলন।

মধুকালী পৌরসভার নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন এবং সংরক্ষিত তিনটি মহিলা কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র বাছাই করা হবে মঙ্গলবার। আগামী ১০ ডিসেম্বর ফরিদপুর সদর ও মধুখালী পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ করার কথা।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেল ৪ শিশু

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জব্বারের বলিখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন বাঘা শরীফ

ব্রাহ্মণবাড়িয়ায় মহারাজ আনন্দ স্বামীর ১৯৩ তম জন্মবার্ষিকী পালিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :