প্রতি মাসে একটি নাটক বানাবো: মিলন

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২০, ১২:৪৬| আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৩:৩১
অ- অ+

এক মাসের বিশ্রাম শেষে সম্প্রতি শুটিংয়ে ফেরেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। তবে তিন দিনের শুটিং করে আবার তিনি বিশ্রামে চলে যান। চিকিৎসক আগামী ডিসেম্বর পর্যন্ত তাকে বিশ্রামে থাকতে বলেছেন। সেইসঙ্গে জানিয়েছেন, শারীরিকভাবে চাপ নেয়া যাবে না।

অসুস্থতার কারণে ‘গাঙচিল’ ছবির শুটিংসহ একাধিক কাজ বাতিল করতে হয়েছে মিলনকে। নির্মাতারাও তাকে এ ব্যাপারে সহযোগিতা করেছেন। মিলন জানান, ‘তিনটি ছবির গল্প প্রস্তুত করে রেখেছি। প্রযোজক না পাওয়ার কারণে সেগুলো নিয়ে ওয়েব ফিল্ম বানানোর দিকে হাঁটছি। তবে নাটক নির্মাণ নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমার।’

অভিনেতা বলেন, ‘ভালোবাসা দিবসের একটি নাটক নির্মাণ করছি। নাম ‘অবসেশন’। ডিসেম্বরের ১৭ তারিখ থেকে এটির শুটিং শুরু করব। অভিনয়ের চেয়ে পরিচালনার কাজটি আমার কাছে কিছুটা সহজ মনে হয়। তাই পরিকল্পনা করেছি, প্রতি মাসে একটি করে নাটক নির্মাণ করব।’

ঢাকাটাইমস/২৩নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বাজারে বেড়েছে সবজি, মুরগির দাম
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা