অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করায় জরিমানা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২০, ১৭:০০
অ- অ+

মৌলভীবাজারের বড়লেখায় অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে দুই মাংসের দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে উপজেলার রতুলী বাজারের মাংসের দোকানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। অভিযানে সার্বিক সহযোগিতা করে পুলিশ।

জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের কারণে ও মাংসের মান নিয়ন্ত্রণ করতে এ অভিযান এ পরিচালনা করা হয়। অভিযানে ২টি পৃথক মামলায় শাহজালাল মাংসের দোকানকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে মামু ভাগ্না মাংসের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা বলেন, মূল্য তালিকা না থাকা এবং ওজনে কম দেওয়ায় দুই মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা