উৎসবমুখর পরিবেশে ফুলবাড়ীতে প্রার্থীদের মনোনয়ন দাখিল

প্রথম ধাপের দিনাজপুরের ফুলবাড়ী পৌর নির্বাচনে মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সকাল ১০টা থেকে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ দলীয় সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মুরতুজা সরকার মানিক, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খাজা মঈন উদ্দিন চিশতি, বিএনপি সমর্থিত প্রার্থী সাহাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন।
এসময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রিটানিং অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক ও সহকারী রিটানিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ওয়াজেদ আলী প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক জানান, মেয়র পদে মোট ৪ জন ও কাউন্সিলর পদে ৩০ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে ২৮ ডিসেম্বর, দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৫২ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৩৭৯ জন। এ পৌরসভায় মোট ১০টি ভোট কেন্দ্রে ৯৪টি বুথে ভোট গ্রহণ হবে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই এর শেষ দিন ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর এবং মার্কা বরাদ্দ ১১ ডিসেম্বর।
(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

সোনাগাজীতে অজ্ঞাত ব্যক্তির ভিসেরা রিপোর্টে হত্যার আলামত

‘সাংবাদিক মিজানুর রহমান খান কর্মে বেঁচে থাকবেন’

সাধারণ সভার জন্য রিকশা চলাচল বন্ধ, জনগণের ভোগান্তি

সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর প্রার্থীকে হত্যা: আইনজীবী, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

কুড়িগ্রামে সাড়ে ৭০০ কম্বল পেলেন চরাঞ্চলের মানুষ

ময়মনসিংহ জেলা ছাত্রদল সভাপতি-সম্পাদকের পদ স্থগিত

মসজিদের দানবাক্সে মিলল দুই কোটি ৩৮ লাখ টাকা!

রামেক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

বেলাবো উপজেলা চেয়ারম্যানের অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
