প্রথমবার একসঙ্গে সারা-ভিকি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ১২:৩৩| আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১২:৫৪
অ- অ+

বছরখানেক আগে ‘দি ইমমর্টাল অশ্বত্থামা‘ নামে একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন বলিউড পরিচালক আদিত্য ধর। জানিয়েছিলেন, এই ছবির প্রধান চরিত্রে `উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক‘ তারকা ভিকি কৌশল অভিনয় করবেন। কিন্তু ঠিক ছিল না তার নায়িকা।

সম্প্রতি জানা গেল, ভিকির বিপরীতে সারা আলি খানের নাম ভেবেছেন পরিচালক আদিত্য ধর। যদিও সারা এখনো চুক্তিবদ্ধ হননি। শুধু একটি সই বাকি। খুব শিগগিরই সারা চুক্তিপত্রে সই করবেন বলে জানান নির্মাতা। সারা আর ভিকি এই প্রথমবার একসঙ্গে কাজ করবেন।

করোনাভাইরাসের কারণে এই ছবির পরিকল্পনা পিছিয়ে দিয়েছিলেন আদিত্য। সম্প্রতি আবার কাজ শুরু করেছেন তিনি। তবে এই ছবি শুটিং ফ্লোরে যেতে যেতে আগামী বছরের এপ্রিল। অশ্বত্থামাকে নিয়ে তিন ভাগে হবে এই কাহিনি, মূল আধার মহাভারত।

এদিকে সারা-ভিকি দুজনেরই হাতভর্তি ছবি। সারার সামনে রয়েছে আনন্দ এল রাইয়ের প্রজেক্ট ‘অতরঙ্গি রে‘। ভিকির হাতে উধম সিংহের বায়োপিক, মানেকশয়ের বায়োপিক, ‘তখত‘। অভিনেতা এই মুহূর্তে মানুষী ছিল্লারের সঙ্গে যশ রাজ ফিল্মসের একটি কমেডি ছবির শুটিং করছেন।

ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি: সালাহউদ্দিন আহমদ
গোপালগঞ্জ ইস্যুতে গুজবে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর
যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত: বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা