প্রথম জয় পেতে মুশফিকদের লক্ষ্য ১০৯

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ১৫:২৭| আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৭:০০
অ- অ+

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বুধবার দিনের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৮ রান সংগ্রহ করেছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল।

ঢাকার এটি চতুর্থ ম্যাচ। এর আগে তিন ম্যাচ খেলে তারা তিনটিতেই হেরেছে। সুতরাং ‍মুশফিকরা যদি আজ জয় পায় তাহলে প্রথম জয় হবে। অন্যদিকে তামিমদেরও এটি চতুর্থ ম্যাচ। এর আগের তিন ম্যাচের মধ্যে তারা একটিতে জয় পেয়েছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন তৌহিদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক তামিম ইকবাল।

ঢাকার বোলারদের মধ্যে রবিউল ইসলাম রবি ২০ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। ৪ ওভারে ৮ রান দিয়ে ১টি উইকেট নেন নাঈম হাসান। শফিকুল ইসলাম ৩ ওভারে মধ্যে দুই ওভার মেডেন করেছেন। উইকেট নিয়েছেন ২টি। ৩০ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন রুবেল হোসেন।

বরিশাল ব্যাটিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারে পরপর দুই বলে ২টি উইকেট হারায়। রবিউল ইসলাম রবির করা এই ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ হন সাইফ হাসান। পরের বলে তানজিদের হাতে ক্যাচ হন পারভেজ হোসেন ইমন।

এরপর আফিফ হোসেন নেমে ৭ বলে কোনো রান না করে ফিরে যান। পরে তামিম-হৃদয় জুটি ৩৭ রানের পার্টনারশিপ করেন। ১২তম ওভারে তামিম ফিরতেই আরো মন্থর হয়ে যায় রানের চাকা। শেষমেশ ১০৮ রানে থামে বরিশালের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর

ফরচুন বরিশাল: ১০৮/৮ (২০ ওভার)

(তামিম ৩১, সাইফ ৯, পারভেজ ০, আফিফ ০, হৃদয় ৩৩, শুক্কুর ৩, মিরাজ ১২, তাসকিন ৬*, তানভীর ৩, কামরুল ১*; শফিকুল ২/১০, রুবেল ১/৩০, নাসুম ০/২৪, নাঈম হাসান ১/৮, রবি ৪/২০, মুক্তার ০/৯)।

(ঢাকাটাইমস/২ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা