মাইক্রোবাস চাপায় বগুড়ায় সেনা সদস‌্য নিহত

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২০, ১৪:৪১| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৫:১০
অ- অ+

বগুড়ায় মাইক্রোবাসের চাপায় মামুনুর র‌শিদ (৪৫) না‌মে এক সেনা সদ‌স্যের মৃত্যু হ‌য়ে‌ছে। শনিবার সকাল ৮টায় জেলার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা‌ ঘটে।

নিহত মামুনুর রশিদ নওগাঁর বদলগাছী উপজেলার আরজি পাঁচঘরিয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি বগুড়ার মাঝিড়া সেনানিবাসে কর্মরত ছিলেন।

জানা গে‌ছে, মামুনুর রশিদ নওগাঁর বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল মাঝিড়া সেনানিবাসে যাচ্ছিলেন। দুপচাঁচিয়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান তিনি। পরে মাইক্রোবাসটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, এ ঘটনায় মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা