৬ দফা দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৬:৩৬ | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২০, ১৬:২৭

সেশনজট নিরসন, বিশেষ পরীক্ষার রুটিন প্রকাশ, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা দূরীকরণসহ ৬ দফা দাবি কার্যকর না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা৷

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধনে অংশ নিতে সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা৷ পরে পুলিশি বাধায় শিক্ষার্থীরা সেখান থেকে সরে ঢাকা কলেজের সামনে মানববন্ধন করে৷

শিক্ষার্থীদের ছয় দফা দাবিসমূহ হলো- ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২.০০ / ২.২৫ / ২.৫০ পয়েন্টে পরবর্তী বর্ষে প্রমোটেড নিয়ম বাতিল করতে হবে ও সর্বনিম্ন ৩ বিষয় পর্যন্ত অকৃতকার্যদের প্রমোশন দিতে হবে; অনার্স ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ২য় বর্ষের ইম্প্রুভ পরীক্ষা আগামী ১ মাসের মধ্যে নিতে হবে ও ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অতি দ্রুত নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে; ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীদের অতিদ্রুত পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে; সকল বর্ষের ফলাফল সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে। একটি সেশনে একের অধিক বর্ষের শিক্ষার্থী রাখা যাবে না; ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের চলমান বিশেষ পরীক্ষা অতি দ্রুত নিয়ে ১ মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে; সকল ইম্প্রুভ পরীক্ষা অতি দ্রুত নিতে হবে এবং ডিগ্রি অনার্স, মাস্টার্সসহ সকল বর্ষের ফলাফল গণহারে অকৃতকার্য হওয়ার কারণসহ খাতা পুনর্মূল্যায়ন করতে হবে।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পর থেকেই তারা নানা বৈষম্যের শিকার হচ্ছে৷ পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশের কথা থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আট থেকে দশ মাস সময় নিচ্ছে৷ বিশ্ববিদ্যালয়ের অবহেলার কারণে চাকরির বাজার থেকেও সাত কলেজের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে বলেও তাদের অনুযোগ।

মানববন্ধনে "শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই"," সাত কলেজের দাবি মেনে নাও ঢাবি" ইত্যাদি স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা৷

সাত কলেজের শিক্ষার্থীরা অধিভুক্তির পর থেকেই নানা অভিযোগে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে৷

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ- এই সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত করা হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে দুই লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়নরত।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/কেআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :