চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালের সেপটিক ট্যাংকে শিশুর লাশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২১, ২২:১২| আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:৩২
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার সুজন আলীর ছেলে রোহান আলী (৪)।

সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, গত ৩১ ডিসেম্বর নিখোঁজ হলেও শুক্রবার থানায় জানান তার পরিবার। খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের লাশকাটা ঘরের পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, আধুনিক সদর হাসপাতালের সিটি ক্যামেরার ফুটেজে দেখা যায় ১৩-১৪ বছরের একটি অজ্ঞাত বাচ্চা তাকে হাপাতালের বিভিন্ন জায়গা ঘুরিয়ে নিয়ে বেড়ায়। পরে লাশকাটা ঘরের দিকে নিয়ে গিয়ে সেপটিক ট্যাংকে ধাক্কা মেরে ফেলে দেয়। রোহান এতেই মারা যায় বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় সদর মডেল থানায় মামলার প্রস্ততি চলছে।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়লো
সিলেটে চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারী খুন
মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা