মানুষের উপর আস্থা রেখো অবিচল

​ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২১, ১০:২১
অ- অ+

মানুষের উপর যারা আস্থা হারায়,

চিতা বা গোরের দিকে দশ পা বাড়ায়।

আস্থার সংকটে পুড়লেও মন,

মানুষইতো মানুষের দোস্ ত -দুশমণ।

মানুষইতো মানুষের পায় যে কদর,

পায় স্নেহ মমতা সোহাগ আদর।

যদিও মানুষই কাড়ে মানুষের প্রাণ,

মানুষইতো মানুষের গায় জয়গান।

যদিও মানুষই দেয় মানুষকে ধোঁকা,

মানুষকে বানায় মানুষ হদ্দ বোকা।

তবুও মানুষই হয় মানুষের আশা,

বুকেতে জড়িয়ে দেয় অসীম ভরসা।

যদিও মানুষকে মানুষ দেয় শতধিক,

মানুষইতো মানুষের পরম প্রেমিক।

মানুষইতো মানুষের দায় নেয় ঘাড়ে,

পায়ে পা, কাঁধে কাঁধ রেখে আগে বাড়ে।

মানুষে মানুষে বাঁধুক যতো সংঘাতই-

শেষতক মানুষইতো মানুষের সাথি।

প্রীতি দিয়ে পৃথিবীতে স্বর্গ যোজন,

মানুষই করেছে এর শুভ আয়োজন।

পাপ অনাচারে মানুষ যতোই পাতক,

তবু সেই মানুষইতো শ্রেষ্ঠ জাতক।

হাজার ঠকেও শেষে পাবেই সুফল,

মানুষের উপর আস্থা রেখে অবিচল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেমরায় গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেপ্তার
মবের জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
‘সংস্কার কমিশনের আগে সংস্কার জরুরি’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা