মানুষের উপর আস্থা রেখো অবিচল

মানুষের উপর যারা আস্থা হারায়,
চিতা বা গোরের দিকে দশ পা বাড়ায়।
আস্থার সংকটে পুড়লেও মন,
মানুষইতো মানুষের দোস্ ত -দুশমণ।
মানুষইতো মানুষের পায় যে কদর,
পায় স্নেহ মমতা সোহাগ আদর।
যদিও মানুষই কাড়ে মানুষের প্রাণ,
মানুষইতো মানুষের গায় জয়গান।
যদিও মানুষই দেয় মানুষকে ধোঁকা,
মানুষকে বানায় মানুষ হদ্দ বোকা।
তবুও মানুষই হয় মানুষের আশা,
বুকেতে জড়িয়ে দেয় অসীম ভরসা।
যদিও মানুষকে মানুষ দেয় শতধিক,
মানুষইতো মানুষের পরম প্রেমিক।
মানুষইতো মানুষের দায় নেয় ঘাড়ে,
পায়ে পা, কাঁধে কাঁধ রেখে আগে বাড়ে।
মানুষে মানুষে বাঁধুক যতো সংঘাতই-
শেষতক মানুষইতো মানুষের সাথি।
প্রীতি দিয়ে পৃথিবীতে স্বর্গ যোজন,
মানুষই করেছে এর শুভ আয়োজন।
পাপ অনাচারে মানুষ যতোই পাতক,
তবু সেই মানুষইতো শ্রেষ্ঠ জাতক।
হাজার ঠকেও শেষে পাবেই সুফল,
মানুষের উপর আস্থা রেখে অবিচল।
সংবাদটি শেয়ার করুন
সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
সাহিত্য এর সর্বশেষ

আমরাই নারী

ভালোবাসার অনুকাব্য

অনিন্দ্য অবাধ্যতা

নেয়ামত ভূঁইয়ার কিশোর কবিতা: অমর একুশে

আটুই ফাল্গুন

আল হাদীর নতুন কবিতার বই ‘সময়ের দূতাবাস’

বইমেলায় আসবে তুলতুলের ‘চাঁদে বেড়ানোর পাসপোর্ট’

সাগরের ছাদে ডাকা

জলপরানি উপন্যাসের প্রচ্ছদ আঁকলেন ভারতের মাহফুজ আলি
