এবার হকিতে করোনার হানা

খেলা ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২১, ১৩:০২| আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৩:৪০
অ- অ+

আসন্ন এশিয়ান হকি চ্যাম্পিয়ন্সশিপের ষষ্ঠ আসরকে সামনে রেখে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের ভালো কিছু করতে বদ্ধ পরিকর স্বাগতিকরা। তাই খুব শিগগিরই অনুশীলন শুরু করার কথা রয়েছে। কিন্তু এর আগেই দুঃসংবাদ শোনা গেল। করোনায় আক্রান্ত হয়েছেন দেবাষীশ।

এবারই প্রথম জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন তিনি। রংপুরের তরুণ দেবাশীষ বাংলাদেশ বিমানবাহিনীর খেলোয়াড়। তাকে হকি ফেডারেশনের তত্ত্বাবধানে কুর্মিটোলায় বিমানবাহিনীর আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। বাকি খেলোয়াড়দের নিয়ে আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগামী ১১ মার্চ শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসর। ছয় দলের এই আসরে স্বাগতিক বাংলাদেশসহ খেলবে মালয়েশিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান।

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন,‘ মোট ৩১ জন খেলোয়াড়ের কোভিড-১৯ টেস্ট করানো হয়েছিল। কেবল একজনের পজিটিভ এসেছে। বাকিরা ঠিক আছে। তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। পরে সেরে উঠলে ক্যাম্পে যোগ দেবে।’

ঢাকাটাইমস/১৩জানুয়ারি/ এমএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত ফ্যাসিবাদী শক্তি নির্মল হয়নি: মোস্তফা জামাল হায়দার
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
গোপালগঞ্জে ঘৃণ্য-বর্বর হামলাকারীদের বিচার হবেই: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
আ.লীগের সারা দেশের নেতাকর্মীরা গোপালগঞ্জে ক্যান্টনমেন্ট বানিয়েছে: নাসিরউদ্দিন পাটোয়ারী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা