করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৮৯০

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় ৭ হাজার ৮৩৩ জনের মৃত্যু হলো। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৮৪১ জন।
বুধবার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত হন ৮৪৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন। এ পর্যন্ত ৩৪ লাখ এক হাজার ৫০৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আর ৮৪১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন হয়েছে।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ছয়জন ও নারী আটজন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ; তা ৫ লাখ পেরিয়ে যায় ২০ ডিসেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/ইএস)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

‘বেক্সিমকো মধ্যস্থতা করায় সরকার ঝুঁকিমুক্ত’

একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে সর্বোচ্চ ৫ জন শ্রদ্ধা জানাতে পারবে

জোর করে কাউকে টিকা দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

১০ টাকায় কাপড়, খেলনা!

করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিল সরকার

শনাক্তের হার কমে ৩.৩৪ শতাংশ, মৃত্যু ২০

একজন শহীদ মতিউর রহমান এবং...

কারাবন্দীর নারীসঙ্গ, জেল সুপার ও জেলার প্রত্যাহার

৪০০ স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়া হবে বৃহস্পতিবার
