রুটের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২১, ১৩:০২| আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৩:০৫
অ- অ+

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যক্তিগত দশ রানের নিচে আউট হয়েছেন ছয়জন ব্যাটসম্যান। কিন্তু এরপরও পাহাড় সমান রান সংগ্রহ করেছে ইংলিশরা। কেননা দলীয় অধিনায়ক জো রুট একাই করেছেন ২২৮ রান। এরই সুবাদে সবকটি উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ৪২১ রান। ফলে ২৮৬ রানের লিড পায় ইংল্যান্ড।

দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৩২০ রান করেছিল ইংল্যান্ড। ১৬৮ রানে রুট ও ৭ রানে বাটলার ছিলেন অপরাজিত। শনিবার ম্যাচের তৃতীয় দিনে নিজের রান ডাবল সেঞ্চুরিতে পৌঁছান রুট। ২৯১ বলে ২০০ রান করেন। যার মধ্যে ছিল ১৫টি চার ও একটি ছক্কার মার। টেস্ট ক্যারিয়ারে রুটের এটি ১৮তম শতক এবং চতুর্থ ডাবল শতক।

ড্যান লরেন্স করেন ৭৩ রান। জস বাটলার করেন ৩০ রান। স্যাম কুরান ও ডম বেস রানের খাতা খুলতে পারেননি। জ্যাক লিচ করেছেন ৪ রান এবং মার্ক উড করেন ২ রান। আর আউট হওয়ার পূর্বে অধিনায়ক রুট ২২৮ রান করে আউট হয়েছেন। এদিক শেষ উইকেটে ব্যাট করতে আসা স্টুয়ার্ট ব্রড অপরাজিত থাকেন ১১ রানে।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন দিলরুয়ান পেরেরা। এছাড়া ৩টি উইকেট নিয়েছেন লাসিথ এমবুলদেনিয়া এবং ২টি উইকেট নেন আসিথা ফার্নান্দো।

ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/ এমএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা