উইন্ডিজ সিরিজে টাইগারদের বিশেষ জার্সি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ২০:০২
অ- অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশেষভাবে ডিজাইন করা জার্সি পরে খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবি ডিরেক্টর আকরাম খান রবিবার মিরপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আকরাম খান বলেন, ‘পুরো দেশবাসীর মত আমাদের ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা এখানে (মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী) অর্ন্তভুক্ত হতে যাচ্ছে। এটি আমাদের জন্য বিশেষ উৎসব। কারণ আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হচ্ছে। আমাদের উদযাপন করার মত জার্সি আছে। জার্সিটি আমাদের জাতীয় পতাকার মতো, সবুজ এবং লাল রং দিয়ে তৈরি। এখানে অন্য কোন রং নেই। আমাদের পতাকায়, লাল সূর্যটি যেভাবে রয়েছে, আমরা তা ফুটিয়ে তুলব।’

তিনি আরো বলেন, ‘আমরা আরো অনেক কিছুই করছি। তবে আমরা অনেক কিছুই করতে চেয়েছিলাম, কিন্তু করোনা মহামারীর জন্য তা পারিনি। এটি আমাদের জন্য দুঃখজনক বিষয়। তারপরও আমরা আরো কিছু করার চেষ্টা করছি। টসের জন্য বিশেষ কয়েন তৈরির চেষ্টা করছি। আমাদের যেহেতু সময় রয়েছে, তাই আমরা খুব শীঘ্রই এটি চূড়ান্ত করার চেষ্টা করব।’

আগামী ২০ জানুয়ারি ওয়ানডে ম্যাচের মাধ্যমে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যবার দ্বিপাক্ষিক সিরিজে। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২২ ও ২৫ জানুয়ারি। তারপর অনুষ্ঠিত হবে ২টি টেস্ট ম্যাচ।

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা