জামালপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২১, ২১:২৪
অ- অ+

জামালপুরের বকশিগঞ্জের পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম নাজমুল হক বাবু (২৬)

সোমবার মধ্যরাতে বাবুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার বাবু উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের মো. আবুল কালামের ছেলে ও নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের একজন উদ্যোক্তা।

মামলা থেকে জানা যায়- এক মাস আগে জন্ম নিবন্ধনের প্রয়োজনের তাগিদে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা বাবুর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন ওই গার্মেন্টস কর্মী। চলতি মাসের ১৩ জানুয়ারি বাবু ফোন করে তার জন্ম নিবন্ধনের কাজ সম্পূর্ণ হওয়ার কথা জানালে ১৪ জানুয়ারি সন্ধ্যায় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে আসেন ওই নারী।

সেই নারীর অভিযোগ, জন্মনিবন্ধন নিতে এসে ময়না মিয়ার সহায়তায় তাকে ধর্ষণ করেন বাবু। এরপর সেখান থেকে বের হয়ে ঢাকায় গিয়ে তার পরিবারের সাথে কথা বলে ১৮ জানুয়ারি নিজে বাদী হয়ে বকশিগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন সেই নারী।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান- সেই গার্মেন্টস কমীর অভিযোগের পর ঘটনাটি তদন্ত করে সোমবার মধ্য রাতে বাবুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের সহায়তাকারী মামলার ২য় আসামি ময়না মিয়া পলাতক রয়েছেন। তাকে আটকের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/১৯জানুয়ারি/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা