করোনার টিকা: তিন কোটি ৩০ লাখ সিরিঞ্জের কার্যাদেশ পেল জেএমআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২১, ২১:২৩
অ- অ+

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা প্রয়োগের জন্য তিন কোটি ৩০ লাখ সিরিঞ্জ কিনতে যাচ্ছে সরকার।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের কাছ থেকে এ সিরিঞ্জগুলো কেনা হবে।

এ লক্ষ্যে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জেএমআইকে কার্যাদেশ দিয়েছে বলে জানা গেছে।

জান গেছে, পাঁচটি ধাপে ওই সিরিঞ্জ সরবরাহ করবে জেএমআই। প্রতি ধাপে ৬৬ লাখ সিরিঞ্জ সরবরাহ করা হবে। আগামী ৩১ আনুয়ারি প্রথম লটের সিরিঞ্জ সরবরাহ করা হবে। এরপর যথাক্রমে ২৮ ফেব্রুয়ারি, ৩০ মার্চ, ১৬ মে ও ২০ জুন তারিখে বাকি সিরিঞ্জগুলো সরবরাহ করা হবে। প্রতিটি ৫ টাকা ৪০ পয়সা দরে মোট ১৭ কোটি ৮২ লাখ টাকা মূল্যের সিরিঞ্জ কিনছে সরকার।

করোনাভাইরাস মোকাবেলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা আবিষ্কৃত টিকা কেনার জন্য চুক্তি করেছে সরকার। দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার মাধ্যমে তিন কোটি ডোজ টিকা আনা হচ্ছে। যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ আসার কথা রয়েছে চলতি মাসেই। এরমধ্যে আজ ভারত সরকার উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা দিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে তা হস্তান্তর করা হয়েছে।

এদিকে আজ রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ হাজার ২৭১ কোটি টাকা ব্যয়ে তিন কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। করোনার এই টিকা প্রয়োগের জন্য বিশেষ সিরিঞ্জ প্রয়োজন, যা কেনা হচ্ছে জেএমআই থেকে।

ঢাকাটাইমস/২১জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা