শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে রুটের রেকর্ড

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি (২২৮ রান) করেছিলেন ইংলিশ অধিনায়ক জো রুট। সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরির দেখা পেলেন তিনি। রবিবার ম্যাচের তৃতীয় দিন সেঞ্চুরি করে নতুন এক রেকর্ডের জন্ম দিলেন রুট।
টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে রুটের এটি চতুর্থ সেঞ্চুরি। ইংল্যান্ডের আর কোনো ব্যাটসম্যান টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এত বেশি সেঞ্চুরি করতে পারেননি। তিনটি করে সেঞ্চুরি আছে চারজনের। তারা হলেন জনি রেয়ারস্টো, কেভিন পিটারসেন, ট্রেসকোথিক ও অ্যালেস্টার কুক। অন্যদিকে, টেস্ট ক্যারিয়ারে রুটের এটি ১৯তম সেঞ্চুরি।
গত ২২ জানুয়ারি গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। শনিবার শেষ হয় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ৩৮১ রান করে অলআউট হয় স্বাগতিকরা।
দ্বিতীয় দিনই নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নামে ইংল্যান্ড। ২ উইকেটে ৯৮ রান করে দিনের খেলা শেষ করে ইংলিশরা। দিন শেষে ৬৭ রান করে অপরাজিত থাকেন কুক। রবিবার দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি পূর্ণ করেন রুট।
(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/এসইউএল)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

নিউজিল্যান্ডে টাইগারদের প্রথম জিম সেশন

ইনস্টাগ্রামে কোহলির অনুসারী ১০ কোটি

পিচ সমালোচকদের তোপ কোহলির

করোনার টিকা নিলেন পেলে

ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডব ও আগারের ঘূর্ণিতে অজিদের জয়

বাংলাদেশের বিপক্ষে ফিরতে পারেন ফার্গুসন

জেসুসের জোড়া গোলে ম্যানসিটির বড় জয়

জামিনে মুক্তি পেলেন বার্তোমেউ

জুভেন্টাসের জয়ের ম্যাচে রোনালদোর ইতিহাস
