এএফসি অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাতিল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২১, ১৩:২২| আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৩:২৩
অ- অ+

এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এএফসি কয়েকটি টুর্নামেন্ট বাতিলের ঘোষণা দিয়েছে। সেই সাথে সংস্থাটি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপ ক্লাব টুর্নামেন্টের কেন্দ্রীভূত গ্রুপ পর্বের কথা বলেছে।

যথাক্রমে বাহরাইন ও উজবেকিস্তানে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাতিল করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সেই সাথে বাহরাইনে অনুষ্ঠেয় আঞ্চলিক ফুটসল টুর্নামেন্টও বাতিল করা হয়েছে। থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিচ সকার কাপও বাতিল ঘোষণা করা হয়েছে।

এক বিবৃতিতে এএফসি জানিয়েছে, ‘করোনা মহামারীর ঝুঁকি বিবেচনায় নিয়ে টুর্নামেন্টগুলো বাতিল করা হয়েছে।’

নতুন করে সম্প্রসারিত ৪০ দলের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা একটি পশ্চিম এশীয় দেশ ও একটি পূর্ব এশীয় দেশে অনুষ্ঠিত হবে। এটি শুরু হবে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে।

রাউন্ড অব সিক্সটিন ও কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচ যথাক্রমে ১৩-১৫ সেপ্টেম্বর ও ২৭-২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। দুই লেগের সেমিফাইনাল হবে ১৯-২০ অক্টোবর ও ২৬-২৭ অক্টোবর। দুই লেগের ফাইনাল ম্যাচ হবে যথাক্রমে ২১ ও ২৭ নভেম্বর।

দ্বিতীয় স্তরের এএফসি কাপ পাঁচটি আঞ্চলিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এটি মে মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে।

এসব ম্যাচের নাম জানায়নি এএফসি। পরবর্তীতে এটি নির্ধারিত করা হবে।

(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে: আমিনুল হক
প্রধান বিচারপতির সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা