ব্লক মার্কেটে লেনদেন ১১৬ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানির ১১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি এক কোটি ১৪ লাখ ৪৫ হাজার ২৪৬টি শেয়ার হাতবদল করে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ব্লক মার্কেটে ১১৬ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড। এদিন কোম্পানিটি ৫২ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে। ইস্টার্ণ ব্যাংক লিমিটেড ২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। তৃতীয় সর্বোচ্চ বেশি লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটি ১০ কোটি ৩৫ লাখ ৪২ হাজার টাকার লেনদেন করে।

এছাড়াও এডভেন্ট ফার্মা লিমিটেড পাঁচ লাখ টাকার, বার্জার পেইন্টস লিমিটেড এক কোটি ১০ লাখ ৪০ হাজার টাকার, সিটি ব্যাংক লিমিটেড ১৫ লাখ ৩০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড ২৯ লাখ ২৫ হাজার টাকার, গ্রামীণ ফোন লিমিটেড এক কোটি ১১ লাখ ১৫ হাজার টাকার, ইবনে সিনহা ফার্মাসিটিক্যালস লিমিটেড দুই কোটি ১৪ লাখ ৫৮ হাজার টাকার, কোহিনূর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নয় কোটি ৯৩ লাখ ৩৪ হাজার টাকার লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সাত লাখ ৩৬ হাজার টাকার, লিনডে বাংলাদেশ পাঁচ কোটি তিন লাখ ৮৩ হাজার টাকার, নাহী ক্যাপ পাঁচ লাখ নয় হাজার টাকার, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২৫ লাখ ৭৫ হাজার টাকার, ন্যাশনাল টিউবস লিমিটেড পাঁচ লাখ টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২৪ লাখ ৩৬ হাজার টাকার, রেক্কিট বেনজির পাঁচ কোটি ৪২ লাখ ২৭ হাজার টাকার, রেনাটা বাংলাদেশ দুই কোটি ২২ লাখ ৩৬ হাজার টাকার এবং এসইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড এক কোটি ৬৬ লাখ পাঁচ হাজার টাকার লেনদেন করেছে।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এসআই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :