র‌্যাবের গুলিতে মাদককারবারি গুলিবিদ্ধ, অস্ত্র-ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৮ | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫২

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অভিযানকালে র‌্যাবের গুলিতে ছৈয়দুল মোস্তফার পুত্র জাফর আলম নামে এক মাদককারবারি গুলিবিদ্ধ হয়ে চমেকে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে ইয়াবা, বিদেশি পিস্তল, গুলি, খালি খোসা ও রামদা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৫ ফেব্রুয়ারি র‌্যাব-১৫ এর একটি দল কতিপয় অস্ত্রধারীর মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উখিয়া বালুখালী কাস্টমস এলাকায় অভিযান চালায়। এসময় মাদককারবারি গ্রুপের সদস্যরা র‌্যাবের উপর গুলি করলে সরকারি সম্পত্তি ও আত্মরক্ষার জন্য র‌্যাবও পালটা গুলি চালায়। এতে বালুখালীর ওই মাদককারবারি গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থল থেকে আট হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি খালি খোসা ও একটি রামদা উদ্ধার করা হয়।

পরে গুলিবিদ্ধ মাদককারবারিকে দ্রুত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরে জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :