গাজীপুরে পার্লারকর্মী দিয়ে যৌনকাজের অভিযোগে নারী কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

নগর প্রতিবেদক, গাজীপুর
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৯| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৪
অ- অ+
অভিযুক্ত কাউন্সিলর

নিজের বিউটি পার্লারের এক নারীকর্মীকে দিয়ে যৌনকাজ করানোর অভিযোগ উঠেছে গাজীপুর সিটি করপোরেশনের এক সংরক্ষিত মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে। সোমবার রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযুক্ত মহিলা কাউন্সিলরের মালিনাকাধীন আনন্দ বিউটি পার্লার থেকে নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগী কিশোরী জানান, মোটা অঙ্কের বেতনের আশ্বাসে তাকে নিজ পার্লারে চাকরি দিয়েছিলেন মহিলা কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী। পরে তাকে পার্লারে কাজের বদলে হুমকি ও জবরদস্তি করে দেহব্যবসায় বাধ্য করে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বাসন থানায় কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী, নুরুল হক ও আরও দুজনকে আসামি করে মামলা করেন ওই কিশোরী।

অভিযুক্ত রোকসানা আহমেদ রোজী গাজীপুর সিটি করপোরেশনের ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর। অভিযোগ সম্পর্কে জানতে রোজীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে ফোন কেটে দেন।

প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে জানিয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বছর দুয়েক আগে ইসলাম ধর্ম গ্রহণ করা নেত্রকোনার ওই কিশোরী গাজীপুরে অভিযুক্ত কাউন্সিলরের ভাড়া বাসায় থাকতেন।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা