রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি: তামিমা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৫| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৪
অ- অ+

গত ১৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানাকে বিয়ে করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। কিন্তু এই বিয়ে নিয়েই এখন সরগরম মিডিয়া। অভিযোগ, সাবেক স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা। এই নিয়ে নাসির-তামিমার বিরুদ্ধে মামলা করেছেন রাকিব হাসান। তবে তামিমা সুলতানা বলছেন, তিনি রাকিব হাসানকে তালাক দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছেন।

বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বুধবার বিকালে সংবাদ সম্মেলনে আসেন নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। সংবাদ সম্মেলনে তাদের সঙ্গে একজন আইনজীবী উপস্থিত ছিলেন। এসময় রাকিবের সঙ্গে তামিমার ডিভোর্সের প্রমাণপত্র প্রদর্শন করেন আইনজীবী।

এসময় তামিমা সুলতানা বলেন, ‘আমি আমার সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছি। ২০১৬ সালে আমি তালাকের জন্য আবেদন করি। ২০১৭ সালে সেটি মঞ্জুর হয়। আমাদের বিয়ে হয়েছিল এবং একটি কন্যা সন্তান আছে এই বিষয় ছাড়া রাকিব যা বলেছে তার সবই মিথ্যা।’

নাসির হোসেন বলেন, ‘আমি সবকিছু জেনেশুনেই তামিমাকে বিয়ে করেছি। আমরা নিয়মের বাইরে কিছু করি নাই। রাকিব সাহেব যা করছেন এগুলো আমাদের জন্য বিব্রতকর। আমাদের দুজনেরই পরিবার আছে। পরিবারের সবার মান সম্মান আছে। আপনাদের সবার কাছে আমার আবেদন, দয়া করে আমাকে ও তামিমাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না।’

তিনি আরো বলেন, ‘তামিম এখন তামিমা হোসেন। সে আমার স্ত্রী। তার বিরুদ্ধে যদি কিছু করা হয় তাহলে অবশ্যই আমি তা প্রতিহত করব। রাকিব সাহেব মামলা করেছেন। আমরা আইনি প্রক্রিয়ায় এর সমাধান করব।’

এ সময় আইনজীবী বলেন, ‘রাকিবের সঙ্গে তামিমার ডিভোর্স হয়েছে। আমাদের হাতে ডিভোর্সের প্রমাণপত্র আছে। আশা করি, আপনারা সবাই নাসির-তামিমার পাশে থাকবেন। আপনাদের একটা খবর বা কারো একটা মন্তব্যের জন্য যেন তাদের কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন।’

(ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা