রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি: তামিমা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৪ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৫

গত ১৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানাকে বিয়ে করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। কিন্তু এই বিয়ে নিয়েই এখন সরগরম মিডিয়া। অভিযোগ, সাবেক স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা। এই নিয়ে নাসির-তামিমার বিরুদ্ধে মামলা করেছেন রাকিব হাসান। তবে তামিমা সুলতানা বলছেন, তিনি রাকিব হাসানকে তালাক দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছেন।

বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বুধবার বিকালে সংবাদ সম্মেলনে আসেন নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। সংবাদ সম্মেলনে তাদের সঙ্গে একজন আইনজীবী উপস্থিত ছিলেন। এসময় রাকিবের সঙ্গে তামিমার ডিভোর্সের প্রমাণপত্র প্রদর্শন করেন আইনজীবী।

এসময় তামিমা সুলতানা বলেন, ‘আমি আমার সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছি। ২০১৬ সালে আমি তালাকের জন্য আবেদন করি। ২০১৭ সালে সেটি মঞ্জুর হয়। আমাদের বিয়ে হয়েছিল এবং একটি কন্যা সন্তান আছে এই বিষয় ছাড়া রাকিব যা বলেছে তার সবই মিথ্যা।’

নাসির হোসেন বলেন, ‘আমি সবকিছু জেনেশুনেই তামিমাকে বিয়ে করেছি। আমরা নিয়মের বাইরে কিছু করি নাই। রাকিব সাহেব যা করছেন এগুলো আমাদের জন্য বিব্রতকর। আমাদের দুজনেরই পরিবার আছে। পরিবারের সবার মান সম্মান আছে। আপনাদের সবার কাছে আমার আবেদন, দয়া করে আমাকে ও তামিমাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না।’

তিনি আরো বলেন, ‘তামিম এখন তামিমা হোসেন। সে আমার স্ত্রী। তার বিরুদ্ধে যদি কিছু করা হয় তাহলে অবশ্যই আমি তা প্রতিহত করব। রাকিব সাহেব মামলা করেছেন। আমরা আইনি প্রক্রিয়ায় এর সমাধান করব।’

এ সময় আইনজীবী বলেন, ‘রাকিবের সঙ্গে তামিমার ডিভোর্স হয়েছে। আমাদের হাতে ডিভোর্সের প্রমাণপত্র আছে। আশা করি, আপনারা সবাই নাসির-তামিমার পাশে থাকবেন। আপনাদের একটা খবর বা কারো একটা মন্তব্যের জন্য যেন তাদের কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন।’

(ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এবার বাজারে আসছে মেসির হাইড্রেশন পানীয়

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বলছে জিম্বাবুয়ে

এই বিভাগের সব খবর

শিরোনাম :