হাত-পা বেঁধে কৃষককে হাতুড়ি পেটা

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৮
অ- অ+

পূর্ব বিরোধের জের ধরে নাটোরের সিংড়ায় রুহুল আমিন (৩৫) নামে এক কৃষকের হাত-পা বেঁধে বেধড়ক হাতুড়ি পেটা করেছেন প্রতিপক্ষরা। মঙ্গলবার বিকালে উপজেলার কলম-দেবত্তর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

কৃষক রুহুল আমিন দেবত্তর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। খবর পেয়ে ওই কৃষককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।

সিংড়া থানার ওসি নুর-ই-আলম সিদ্দিকী জানান, পূর্ববিরোধের জের ধরে উপজেলার দেবত্তর গ্রামে রুহুল আমিন নামে এক কৃষককে মারধরের অভিযোগ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পরে জনৈক নাসির উদ্দিনের বাড়ি থেকে ওই কৃষককে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখান থেকে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আনছার আলী ও হেলাল মোল্লা নামে দুজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে আহত কৃষকের ভাই আলহাজ আলী বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে তার ভাইকে হাত-পা বেঁধে হাতুড়ি পেটা করেছে প্রতিপক্ষ আনসার আলী, হেলাল ও আইনুল। তারা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা