ভারত থেকে আড়াই হাজার টন চিটাগুড় আমদানি

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫০
অ- অ+

ভারত থেকে রেলপথে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই হাজার ৭৩৬ মেট্রিকটন চিটাগুড় আমদানি হয়েছে। আর এ থেকে রেলের ভাড়া বাবদ সরকার রাজস্ব আদায় করেছে ১৯ লাখ দুই হাজার ২৫০ টাকা।

দেশের অর্ধেক চিনি কল বন্ধ হয়ে যাওয়ায়, দেশের চাহিদা পূরণে এই গুড় আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন চিটাগুড় আমদানিকারকরা।

চিটাগুড় আমদানিকারক জয়পুরহাট চেম্বার অপ কমার্সের সভাপতি মেসার্স আনারুল হক বলেন, বর্তমানে দেশের অধিকাংশ চিনিকলগুলো বন্ধ হয়ে গেছে। যার কারণে ডেলি ফার্মগুলো বিপাকে পড়ছে, সংকটে পড়ছে গো-খাদ্যের। তাদের চাহিদা মেটাতে আমরা এই চিটাগুড় আমদানি করছি। এর আগে আমরা দেশের চিটাগুড় ভারতে রপ্তানি করেছিলাম। আর এখন ভারত থেকে আমাদের আমদানি করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘মোট ১২২ ডলারে রেলপথে ভারত থেকে আমাদের দুই ৭৩৬ মেট্রিকটন চিটাগুড় আমদানি করেছি। এছাড়াও হিলি স্থলবন্দরে আমার আরও প্রায় ৪০০ মেট্রিকটন চিটাগুড় আমদানি করা হয়েছে।’

হিলি রেল স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী জানান, ৫০টি বিটিপিএন (তেল ওয়াগন)-এ চিটাগুড়গুলো এই স্টেশনে এসেছ।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা